সেখ আনোয়ার হোসেন, হলদিয়া: নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে সারা রাজ্য তথা ভারতবর্ষের সকলের নজর ছিল নন্দীগ্রাম বিধানসভার দিকে। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা কেন্দ্রে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী। তাই নন্দীগ্রামের ফল নিয়ে সবার নজর ছিল। গণনার দিন তাই সবাই তাকিয়ে ছিল নন্দীগ্রামে কি হয় তা দেখার। গণনার দিনে বিকাল ৫ ঘটিকায় নির্বাচন কমিশনারের পোর্টালে বিভিন্ন নিউজ চ্যানেল দেখিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ১২০০ ভোটে জয়লাভ করেছে ঠিক কয়েক ঘন্টা পরেই বিভ্রান্ত ঘটে যে শুভেন্দু অধিকারী ১৯০০ ভোটে জয়লাভ করে। তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর এই জয় কে মানতে নারাজ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী সহ নির্বাচন কমিশন প্রতারণা করছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের কে জয় ঘোষণা করার পরেও কিভাবে শুভেন্দু অধিকারী জয়লাভ করলো তা নিয়ে ধোঁয়াশা রইল দিনভর। গতকাল রাতে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল গিয়ে দাবি জানায় পুনরায় গণনা হোক নির্বাচন কমিশন তা নাকচ করে দিয়েছে। তাহলে কি গণনায় কারচুপি হয়েছে? সেই প্রশ্ন তুলে সোমবার হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা অবস্থান-বিক্ষোভ শামিল হয়। তাদের দাবি যতক্সণ না পুনর্গণনার ঘোষণা করা হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। তাদের প্রশ্ন, কেন নির্বাচন কমিশনার পুনর্গণনারা নির্দেশ দিচ্ছেন না। তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি সুপ্রকাশ গিরি বলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যতক্ষণ না পুনরায় গণনা নির্দেশ দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্না অবস্থান-বিক্ষোভ চলবে। পুলিশ যদি কোন কর্মীর গায়ে হাত তোলে সেক্ষেত্রে অবস্থান-বিক্ষোভ এর মাত্রা অন্যরূপ ধারণ করবে। এই নিয়ে সারা রাজ্য তথা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চরম উত্তেজনা রয়েছে। হাজারে হাজারে কর্মী-সমর্থকরা হয়েছে হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে ধর্নাই রয়েছে। কয়েকশো পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে গণনা কেন্দ্র ঘিরে। এই ধর্নাই অবস্থানে অংশ নেয় পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সেক আজগর আলী পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদিকা আঞ্জুমা বিবি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্ণব দেবনাথ সুতাহাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সেক আবুল হাসান সহ অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct