আলম সেখ, কলকাতা, আপনজন: সোমবার আনুষ্ঠানিকভাবে আরবি ভাষা দিবস পালন করলো কলকাতার মৌলানা আজাদ কলেজ। গতকাল মৌলানা আজাদ কলেজে আরবি স্নাতক বিভাগের পঞ্চম সেমিস্টার তরফে আয়োজিত হয় বিশ্ব আরবি ভাষা দিবস। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফারসি বিভাগের অধ্যাপক ড. শামসুদ্দীন মল্লিক। আরবী ভাষার গুরত্ব সম্পর্কে দীর্ঘ আলোকপাত চলাকালীন মুসলিমদের অধঃপতনের কারণ হিসাবে তিনি বলেন, মুহাম্মদ (সা:) এর দেখানো মতাদর্শকে অনুকরন করলেই মুসলিম সমাজ পাবে শান্তি ও সুখের দিশা, ফিরে পাবে হারানো মর্যাদা। আরবী ভাষার ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কলেজের আরবী বিভাগের বিভাগীয় প্রধান ড. সৈয়দ মুস্তাফা মোরশেদ জামাল শাহ আল কাদরী। আরবী ভাষার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন - আরবী ভাষা বিশ্ব মুসলিমের কাছে একটি পবিত্রভাষা, এটি আল্লাহ পাকের চয়নকৃত ভাষা, এই ভাষায় কুরআন তথা মানব সভ্যতার সম্পূর্ন জীবন বিধান অবতীর্ণ হয়েছে। পাশাপাশি এটি ২২ টি দেশের সরকারি ভাষা। একজন মুসলিম হিসাবে এই ভাষাকে জানা ও এই ভাষা নিয়ে গবেষণা করা দরকার। উল্লেখ ১৯৭৩ সালের এ দিনে অনুষ্ঠিত জাতিসংঘের ২৮ তম অধিবেশনে ৩১৯০ নং সিদ্ধান্ত মোতাবেক আরবিকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করা হয়। পরবর্তীতে ২০১২ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ১৯০তম অধিবেশনে ১৮ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক আরবি ভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সেদিন থেকেই আরব বিশ্বের সঙ্গে অন্যান্য দেশ এ দিবসটি বিভিন্ন ভাবে মাধ্যমে পালন করে থাকে সারা বিশ্ব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ড. শুভাশিস দত্ত ও ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিভাগের বিভাগীয় প্রধান তথা কলেজের অফিসার ইন চার্জ জামিল আহমেদ । অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌলানা আজাদ কলেজের আরবী বিভাগের বিভাগীয় সহকারী অধ্যাপক ড. সদরুল ইসলাম। এদিনের অনুষ্ঠানের আযোজেন বিশেষ ভূমিকা নেন আরবী বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্রদের মধ্যে মাহমুদুল হাসান, আবদুল্লাহ, জবিহুর রহমান ও আসিফ উদ্দিন প্রমুখ। জানান - ২০১৭ সালের পর তারা আবার এ বছর নতুন করে উদযাপন শুরু করলো বিশ্ব আরবী ভাষা দিবস। তাঁরা বলেন বর্তমান বিশ্বের ৩৭ কোটি মানুষ আরবিতে কথা বলে, এবং এটি আল্লাহর মনোনীত ভাষা তাই এই ভাষার ছাত্র হতে পেরে আমরা গর্বিত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct