আপনজন ডেস্ক: শারজায় আইপিএলে ২০২০ এর ৩১ তম ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কিংস ইলেভেন পাঞ্জাব। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। এম্যাচে পাঞ্জাবের প্রথম একাদশে প্রত্যাবর্তন করেন ক্রিস গেইল।
ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় আরসিবি, ১২ বলে ১৮ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন দেবদত্ত পাডিক্কল। এবং আরসিবির অপর ওপেনার অ্যারন ফিঞ্চ এ ম্যাচে তেমন কিছু করতে পারেননি, ১৮ বলে ২০ রান করে আউট হন অ্যারন ফিঞ্চ। তবে এম্যাচে চেনা ছন্দে দেখা যায় আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে। একটুর জন্য হাফ সেঞ্চুরি হাত ছাড়া হয় বিরাট কোহলির। ৩৯ বলে ৪৮ রান করে ইনিংসে আঠারো তম ওভারে মহম্মদ শামির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন কোহলি। ১৯ বলে ২৩ রান করেন শিবম দুবে। এম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন এবি ডিভিলিয়ার্স ৫ বলে ২ রান করেন।
শেষ দিকে ক্রিস মরিসের ৮ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে আরসিবির ১৭১ রান তুলে। পাঞ্জবের হয়ে ২টি করে উইকেট নেন মহম্মদ শামি ও মুরুগান অশ্বিন। ১টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও ক্রিস জর্ডন।
১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন পাঞ্জাবের দুই ওপেনার রাহুল ও মায়াঙ্ক। তারা দুজনে মিলে ৭৮ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলে। দুরন্ত ছন্দে থাকা মায়াঙ্ক আগরওয়াল ৪৫ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে মাঠে নামেন ক্রিস গেইল। প্রথম দিকে মন্থর গতিতে ব্যাট করলেও, পরে নিজের স্ব- মহিমায় দেখা যায় ক্রিস গেইলকে। ৪৫ বলে ৫৩ রান করেন ক্রিস গেইল। পাঁচটা ছক্কা আর একটা চার হাঁকান ক্রিস গেইল। অন্যদিকে ৪৯ বলে ৬১ রানে অপরাজিত থাকেন কেএল রাহুল। শেষ ওভারে ম্যাচের রং বদলে যায়, শেষ ওভারে দুই রানের দরকার থাকলেও ইনিংস শেষ বল পর্যন্ত ম্যাচ গড়াই নিকোলাস পুরাণ ছক্কা মেরে পাঞ্জবকে ম্যাচ জিতায়। ফলে ৮ উইকেটে ম্যাচটি নিজেদের নামে করে কিংস ইলেভেন পাঞ্জাব।
৬১ রানের ইনিংসের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কেএল রাহুল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct