অবশেষে মোহনবাগান পেল নয়া ইনভেস্টর সংস্থা । মার্কিন মুলুকের টেকনোলজি কোম্পানি স্ট্রিমকাস্ট এল গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাবে। দীর্ঘদিন ধরেই স্পনসরের সমস্যায় জর্জরিত সবুজ-মেরুন। এবার নয়া বিনিয়োগকারীকে পাশে পেয়ে আগামী নভেম্বরে আইপিএল-এর দরপত্র জমা দেবে ময়দানের এই প্রধান। বাগানের চিরপ্রতিদ্বন্দ্বী এবং পাশের পাড়ার ক্লাব ইস্টবেঙ্গল এখন কর্পোরেট। সেই পথেই হাঁটছে মোহনবাগান।
বুধবার মোহনবাগান তাঁবুতে সাংবাদিক বৈঠক করে নয়া বিনিয়োগকারী সংস্থার নাম ঘোষণা করলেন ক্লাব সচিব অঞ্জন মিত্র। তিনি জানালেন, মোহনবাগানে শুধু ফুটবলের জন্য ১০ বছর ধরে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্ট্রিমকাস্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct