ফের মোমোর আতঙ্ক ছড়াল সোনারপুরে । এক কলেজ
ছাত্রীর পর এবার এক শিক্ষকের মোবাইলে ম্যাসাজ নয় সরাসরি ‘মোমোর’ নাম্বার
থেকে বিদেশ থেকে ফোন করা হয়েছে বলে অভিযোগ। ওই শিক্ষক আতঙ্কে পুলিশের
পরামর্শে নাম্বার টি ব্লক করে দেন। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই
শিক্ষক । ওই শিক্ষককে পুলিস আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়। সোনার পুর থানার
পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযোগকারী সোনার
পুরের নরেন্দ্র পুরের বাসিন্দা শিক্ষক এ এন মিশ্র এই প্রসঙ্গে জানান ,
রবিবার রাত ১২ -৩০ নাগাদ মোবাইলে একটা কল আসে ,আমি ফোন চার্জে দিয়ে অন্য
ঘরে ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখি কলের নামের জায়গায় মোমো বলে দেখাচ্ছে ।
ট্রুকলার এক্টিভেট করা দেখাচ্ছিল সারভিয়া থেকে ফোন কল এসেছে । এর পর
আতঙ্কিত হয়ে পড়ি । সোনারপুর থানায় এসে অভিযোগ দায়ের করি ,পুলিশের
পরামর্শে নাম্বার টি ব্লক করে দিয়েছি । ভেবে পাচ্ছি না কি করে এল এই কল ।
আমি হাওড়ার বাসিন্দা ,নরেন্দ্র পুরে ভাড়া বাড়িতে থাকি । এর আগে সোনার পুর
কলেজের প্রথম বর্ষের ছাত্রির ফোনে মোমো খেলার ম্যাসাজ এসেছিল ।মোমোআতঙ্কে ছাত্রীরপরিবার পুলিশের দ্বারস্থ হয়েছিল।
কৃতজ্ঞতা: পুবের কলম
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct