ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিয়েও ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ব্যাটে রান নেই তাঁর। ৪টি টেস্টের সাতটা ইনিংস ১৫-এর গড়ে করেছিলেন মাত্র ১০৯ রান। যার ফলে বিভিন্ন মহল থেকে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করে। এমন একটা পরিস্থিতিতে এদিন হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে ফেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আলিস্টার কুক। চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর।সিরিজের পঞ্চম টেস্ট খেলেই ক্রিকেটকে চিরবিদায় জানিয়ে দেবেন ইংল্যান্ডের এই ওপেনার ব্যাটসম্যানটি। এদিন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে কুকের অবসর নেওয়ার বিষয়টি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ইংল্যান্ডের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক কুক টেস্টে ৩২টা শতরান, ৫৬টা অর্ধশতরান-সহ মোট ১২,২৫৪ রান করেছেন কুক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct