সরকার বাহিনী ও বিরোধী সশস্ত্র দলের সংঘর্ষের জেরে চরম অস্থিরতা এখন লিবিয়ায়। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ত্রিপোলিতে জরুরি শাসন জারি করল রাষ্ট্রসংঘ সমর্থিত লিবিয়া সরকার। সরকার বিরোধী সশস্ত্র দলগুলোর সঙ্গে সরকারি বাহিনীর টানা কয়েকদিনের সংঘর্ষের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সংঘর্ষে এখন পর্যন্ত বেসামরিক নাগরিকসহ নিহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন। আহত হয়েছেন শতাধিক।
রবিবার এক বিবৃতিতে লিবিয়ার ‘গভর্নমেন্ট অফ ভাইটাল একর্ড’ (জিএনএ) বলেছে, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকির কথা বিবেচনা করে ও জনগণের স্বার্থে, ‘প্রেসিডেন্সিয়াল কাউন্সিল’ জরুরি অবস্থা জারি করছে।
ত্রিপলি ও এর সংলগ্ন এলাকাগুলোতে চরম সহিংস এতটা বেগতিক পর্যায়ে পৌঁছেছে যে, শহরের মধ্যে রকেট চালিয়ে হামলা চালানো হচ্ছে। এতে কয়েকজন বেসামরিকও নিহত হয়েছেন। তাই জরুরি শাসন জারি করা হয়েছে।