ব্রাজিলের রিও ডি জেনেরিওতে দেশটির অন্যতম প্রাচীন জাতীয় জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
১৮১৮ সালে রাজা ষষ্ঠ জোয়াও জাদুঘরটি নির্মাণ করেন। এটি ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাদুঘর।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, রবিবার সন্ধ্যার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
জাদুঘরটির ভিতরে দুই কোটির অধিক মূল্যের ঐতিহাসিক শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে। অগ্নিকাণ্ডে ওইসব শিল্পকর্মগুলোর কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। সংরক্ষিত্য বস্তুগুলোর মধ্যে রয়েছে, ১২ হাজার বছর পুরনো মানুষের জীবাশ্ম। ব্রাজিলে পাওয়া সবচেয়ে পুরনো মানুষের অবশেষ এটি। এছাড়াও রয়েছে ১০০ বছরেরও বেশি পুরনো বহু শিল্পকর্ম। প্রেসিডেন্ট মিশেল তেমার বলেন, এই দিনটি ব্রাজিলের জন্য অত্যন্ত দুঃখের।