পূর্ব জেরুজালেম: মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে না নিতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
শুক্রবার ট্রাম্পকে বেথেলহেম সফরের আমন্ত্রণ জানিয়ে আব্বাস বলেন, ‘আপনার বিবৃতি বাস্তবায়ন না করার জন্য আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি। মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করতে চাওয়ার আপনার অভিব্যক্তিকে আমরা একটি আক্রমনাত্মক বিবৃতি মনে করছি।’
এর আগে ট্রাম্পের মুখপাত্র জানান, ট্রাম্প দায়িত্ব নেয়ার পর দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরাতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
বিবৃতিতে আব্বাস বলেন, ‘মার্কিন দূতাবাস সরানো সংক্রান্ত অনেক বিবৃতি আমরা শুনেছি। আমরা আশা করি এসব বিবৃতি সঠিক নয় এবং তা কখনো বাস্তবায়ন করা হবে না। কিন্তু তা যদি বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া, এমনকি বিশ্বের শান্তি একটি চরম সঙ্কটে পড়বে এবং আমরা এ থেকে বের হয়ে আসতে পারব না।’
তিনি বলেন, ‘যারা এধরনের কথা বলছেন তাদের সহ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছি, আমরা আপনাকে প্যালেস্টাইন আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, বিশেষত বেথলেহেম। আমরা মনে করি এই বিবৃতি আপনার এজেন্ডা নয় কারণ কোনো বিবৃতি বা অবস্থান জেরুজালেমের অবস্থার পরিবর্তন বা ব্যাহত করলে আমরা তা কখনো গ্রহণ করব না।’
আব্বাস বলেন, ‘অতীতে কিছু মানুষ এই বিষয় সম্পর্কে অনেক কথা বলেছেন এবং কিন্ত তারা কিছু করেনি। তাই আমরা আশা করি মার্কিন প্রশাসন দূতাবাস সরিয়ে নেবে না এবং জাতিসংঘের ২৩৩৪ নম্বর রেজল্যুশন বাস্তবায়ন করবে। কারণ এই রেজল্যুশনের বিরুদ্ধে কেউ আপত্তি করে নি কিংবা এর বিরুদ্ধে কেউ ভেটোও দেননি এবং এইভাবেই রেজল্যুশনটি অনুমোদন করা হয়েছে; যা ছিল আন্তর্জাতিক ঐক্যমত্য।’
দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিলে ফিলিস্তিনিরা ‘নতুন হিংসাত্মক বিদ্রোহ’ শুরু করবে বলে এক সাক্ষাৎকারে দেশটির সিনিয়র ফাতাহ কর্মকর্তারা হুঁশিয়ারি দেয়ার এক দিন পর আব্বাস এ বক্তব্য দেন।
রবিবার মিশরের আলগাদ টিভিকে দেয়া সাক্ষাৎকারে ফাতাহ কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতান আবু আল-আইনিন বলেন, ‘আমি বিশ্বাস করি, আমেরিকার নির্বুদ্ধিতা ও হঠকারিতাপূর্ণ কাজের জন্য ফিলিস্তিন ভূখণ্ডে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে।’
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct