ব্রিটিশ স্পিনার মঈন আলীর স্পিনেই কুপোকাত ভারতীয় ক্রিকেট দল।সাউদাম্পটন টেস্টে ভারতের বিপক্ষে ৬০ রানের জয় তুলে নিল ইংল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে ট্রফি জিতে নিল জো রুটরা। দুই ইনিংসে ৯ উইকেট তুলে নেওয়ায় ম্যাচের সেরা হন ইংল্যান্ডের ডানহাতি স্পিনার মঈন আলী।
সাউদাম্পটনটেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসের ভারতের লক্ষ্য ছিল ২৪৫ রান। টার্গেট তাড়া করতে নেমে মঈন আলীর স্পিন এবং জেমস অ্যান্ডারসন, বেন স্টোকের গতিতে বিধ্বস্ত হয়ে ভারত ১৮৪ রানেই অলআউট হয়ে যায়। চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে যায় ভারত। মাত্র ২২ রানে লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা এবং শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে খাদের কিনায় পৌঁছে যায় ভারত।
এমন একটা পরিস্থিতি থেকে দলকে উদ্ধারের কাজে নেমে পড়েন অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেটে তারা ১০১ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান। কিন্তু দলীয় ১২৩ রানে কোহলির বিদায়ের মধ্য দিয়ে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৬৯.৪ ওভারে ১৮৪ রানেই অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।
ভারতের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন কোহলি। এছাড়া ৫১ রান করেন আজিঙ্কা রাহানে। ইংল্যান্ডের হয়ে ৭১ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন মঈন আলী। এছাড়া দুটি করে উইকেট নেন অ্যান্ডারসন ও বেন স্টোকস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct