আধুনিক প্রযুক্তির দৌড়ে অনেকটা এগিয়ে এল সোভিয়েত রাশিয়া ভেঙে স্বাধীন হওয়া মধ্য এশিয়ার দেশ ইউক্রেন। সেদেশের বিমান পরিবহণ সংস্থা আন্তোনোভ এয়ারলাইন্স এখন বিশ্বের সবচেয়ে বড় বিমানের মালিক। ৬ ইঞ্জিনবিশিষ্ট তাদের ওই বিমানের নাম এএন-২২৫ ম্রিয়া। এই বিমানটি শুধু যাত্রী পরিবহণ নয়, সহজে ১০টি যুদ্ধট্যাঙ্ক বহনের ক্ষমতা রাখে। এর যে ডানা রয়েছে তা দুটি ফুটবল মাঠের সমান। সম্প্রতি বিমানটি গ্রিস যাওয়ার পথে ব্রিটেনের রয়েল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে শুভেচ্ছা সফর হিসেবে অবতরণ করে। কিন্তু সমস্যায় পড়েছিল ব্রিটেন। কারণ, ওত বড় বিমান অবতরণের জন্য রানওয়ে ছিল না ব্রিটেনে। ফলে ওই বিমান সংস্থাকেই ব্রিটেনের স্ট্যানস্টেড বিমানবন্দরে একটি নতুন ঘাঁটি নির্মাণ করতে হয়। ব্রিটেনের পর ই বিমানটি উড়ে যায় গ্রিসে। ইউক্রেনে নির্মিত এই বিমানটির দৈর্ঘ্য ২৭৫ ফুট বা ৮৪ মিটার। ডানাটি ২৮৮ ফুট বা ৮৮ মিটার, যা একটি ফুটবল মাঠের দ্বিগুন। এতে আছে ৩২টি চাকা। আসলে এটি সোভিয়েত মহাকাশ কর্মসূচির জন্য সরঞ্জাম পরিবহনের জন্য নির্মাণ করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct