উত্তর কোরিয়া দেশটি খবরের শিরনামে থাকে সবসময়। এবারে কুচকাওয়াজ আয়োজনের প্রস্তুতি নিয়ে। পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার মধ্যেই কুচকাওয়াজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। তবে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এই কুচকাওয়াজে দেশটি তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার ৭০তম প্রতিষ্ঠা দিবস। সেখানে ভিনদেশি অতিথিরাও থাকবেন। তার জন্যেই নানান আয়োজন। এর মধ্যে কুচকাওয়াজও আছে। এবার গত পাঁচ বছরের মধ্যে প্রথম ‘ম্যাস গেমস’ নামে পরিচিত এক নৃত্যের প্রদর্শনী হবে।
প্রতিবছরই ৯ সেপ্টেম্বরের কুচকাওয়াজকে সামরিক শক্তি প্রদর্শনের একটি বিশেষ উপলক্ষ হিসেবে বেছে নেয় পিয়ংইয়ং। এবারের এই কুচকাওয়াজ এমন সময় হচ্ছে, যখন দেশটির পরমাণু ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে বেশ সমস্যার মধ্যে আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct