ইসলাম সম্বেন্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট করায় কানাডার কুইবেক শহরে এক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা বাতিল করে দিলেন দলেরই কর্মকর্তারা। সামনেই কুইবেক শহরে নির্বাচন। সেই সময় পার্টিস কুইবেকইস দলের প্রার্থী হিসেবে ময়দানে নেমে পড়েন পিউরে মারকোতে। সোস্যাল মিডিয়ায়তিনি ইসলামকে ‘ভয়ঙ্কর’ বলে উল্লেখ করেন। সেই সঙ্গে বলেন, কুইবেক শহরে আসা অভিবাসীদের অবশ্যই শুকরের মাংস খেতে বাধ্য করা হবে।
এছাড়া লেখেন, ইসলামকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে যেমন করে পিট বুলকে (যুক্তরাষ্ট্রের একজন পপ গায়ক) নিষিদ্ধ করা হয়েছে।
এভাবে ইসলাম ভীতি ছড়ানোয় দায়ে তাকে প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়অ হয়েছে বলে জানিয়েছেন কানাডার রাজনৈতিক দল পার্টিস কুইবেকইস এর জেন ফ্রান্সিস নামের একজন নেতা। জেন ফ্রান্সিস বলেন, তিনি পিইরে মারকোতে এর মতামত এবং লিখনীর সাথে আদর্শগত দিক থেকে একমত নন।অন্য ধর্মগুলোর মতই ইসলামকে একটি ধর্ম হিসাবে সম্মানের সহিত বিবেচনা করেন তিনি।এ বছরের মে মাসে দলটি তার আরেকজন নেতাকে সোস্যাল মিডিয়ায় ইসলামভীতি মূলক পোস্ট করার দায়ে দল থেকে বহিষ্কার করেছিল।মন্টেরিয়াল গেজেট সূত্রে এ খবর জানা গেছে।