বিস্ফোরণে নিহত হলেন ইউক্রেনের বিদ্রোহী নেতা আলেক্সান্দার জাখারশেঙ্কো।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার মদত পুষ্ট বিদ্রোহী গোষ্ঠীর দখলে থাকা দোনেস্কের একটি ক্যাফেতে বিস্ফোরণের তিনি মারা যান। এই বিস্ফোরণ কাণ্ডে আঙুল উঠেছে ইউক্রেনের কিয়েভ সরকারের দিকে। যদিও কিয়েভ সরকার হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ওই বিস্ফোরণে জাখারশেঙ্কো নিহত হলেও বিদ্রোহীদের আরেক শীর্ষ নেতা আলেক্সান্দার তিমোফেয়েভও গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর সন্দেহভাজন কয়েক ইউক্রেন নাগরিককে আটক করেছে সে দেশের নিরাপত্তা বাহিনী। বিদ্রোহী গোষ্ঠী দোনেত্স্ক পিপলস রিপাবলিকের প্রধান জাখারশেঙ্কোর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার মুখপাত্র।
উল্লেখ্য, ২০১৪ সালে কিয়েভের শাসনব্যবস্থাকে অস্বীকার করে রুশপন্থি সশস্ত্র বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি এলাকা দোনেত্স্ক ও লুহানস্কের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নেয় এবং এগুলোকে স্বাধীন ঘোষণা করে।
জাখারশেঙ্কো ২০১৪ সাল থেকেই ‘দোনেত্স্ক পিপলস রিপাবলিকের’ স্ব ঘোষিত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। ক্যাফেতে বিস্ফোরণে আহত তিমোফেয়েভ পালন করছিলেন অর্থমন্ত্রীর দায়িত্ব। এই মৃত্যু নিয়ে রাশিয়ার মন্তব্য এখনো পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct