দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। ফর্মে থাকা একাধিক ক্রিকেটারের ভিড়ে যেন সুযোগ কোনভাবেই মিলছিল না ভারতীয় দলে। আর তাই এ দিন এক প্রকার অভিমানে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেন তামিলনাড়ুর প্রতিভাবান ক্রিকেটার সুব্রামানিয়াম বদ্রিনাথ।
২০০৮ সালে শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে এবং ২০১০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল বদ্রীনাথ এর। যদিও টিম ইন্ডিয়ার হয়ে তিনি মাত্র দুটি টেস্ট খেলতে পেরেছিলেন। এছাড়া একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৩ রান করেছিলেন। তবে তার ঘরোয়া ক্রিকেটে রেকর্ড অনবদ্য। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজারের বেশি রান আছে তাঁর ঝুলিতে। পাশাপাশি আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৯৫ টি ম্যাচে ১৪৪১ রান করেছেন। রঞ্জিতের ১৪ টি মরশুম তামিলনাড়ুর হয়ে খেলার পাশাপাশি বিদভ্ ও হায়দ্রাবাদের হয়েও খেলেছেন বদ্রিনাথ। তাতেও নির্বাচকরা তাকে জাতীয় দলের জন্য না ভাবায় এদিন ক্রিকেটকে গুডবাই' বলে দিলেন tamil ব্যাটসম্যান বদ্রিনাথ।