অফ ফর্মের কারণে তাকে দীর্ঘদিন দলের বাইরে রেখেছিল ইংল্যান্ড। দলের দুর্দিনে ফিরে এসে নিজের জাত চিনিয়ে দিলেন ইংল্যান্ডের প্রতিভাবান স্পিনার মঈন আলী। মূলত তার ঘূর্ণিতেই ফের ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং। আবার এই ভেঙে পড়া ব্যাটিংকেই আড়াল করে আগাগোড়া রাজ করে গেলেন চেতেশ্বর পুজারা। ব্যাট থেকে বেরোল ঝকঝকে শতরান, যা তাঁর কেরিয়ার বাঁচানো শতরান বলে মনে করছেন অনেকেই। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ২৪৬ রানের জবাবে ভারত পাল্টা ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়। চেতেশ্বর পুজারা ১৩২ রানে অপরাজিত থেকে যান। তার আগে বিরাট কোহলি ৪৬ রান করেন। অন্যদিকে প্রতিপক্ষের পাঁচটি উইকেট তুলে নেন মঈন আলী। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ইংল্যান্ড এই মুহূর্তে বিনা উইকেটে আপাতত ৬ রান তুলেছে।সব মিলিয়ে দিনের শেষে ইংল্যান্ডের থেকে ভারত কিছুটা এগিয়ে থাকলেও, সম্ভাব্য এটাই সিরিজের সব থেকে জমাটি টেস্ট হতে চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct