পাঁচ ম্যাচের টেস্টে প্রথম দুটিতে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। সবাইকে অবাক করে তৃতীয় টেস্টে দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। এমন সমীকরণে চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলাতে ভারতীয় বোলারদের সামনে রীতিমতো আত্মসমর্পণ করে বসেছে ইংল্যান্ড ব্যাটসম্যানরা।প্রথম দিনের ঘণ্টাখানেক সময় থাকতেই ২৪৬ রানে গুটিয়ে গিয়েছে ইংল্যান্ড। ভারতের তিন পেসার ৮টি এবং স্পিনার অশ্বিন একটি উইকেট নিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের ধসিয়ে দেন।
সাউদাম্পটনে টস জিতে ব্যাটিং নেয় ইংলিশরা। ৮৬ রানেই হারিয়ে বসে প্রথমসারির ছয় ব্যাটসম্যানকে। মূলত ভারতের পেসাররাই এই ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দেন।
ব্যক্তিগত শূন্য ও দলীয় ১ রানেই বুমরার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান কিটন জেনিংস। ৬ রান করে বুমরার বলে ক্যাচ তুলে সাঝঘরে ফেরেন জনি বেয়ারস্টোও। আর ইশান্ত শর্মা যখন এলবিডব্লিউ করে ফেরান অধিনায়ক জো রুটকে, তার সংগ্রহ মাত্র ৬ রান। ওপেনার অ্যালিস্টার কুক ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলীয় ৩৬ রানে হার্দিক পান্ডিয়ার বলে ব্যক্তিগত ১৭ রানে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
এরপর পঞ্চম উইকেট জুটিতে আশা দেখাচ্ছিলেন বেন স্টোকস ও জস বাটলার। দলীয় ৬৯ রানের সময় ব্যক্তিগত ২১ রান করা বাটলারকে ফিরিয়ে ইংল্যান্ডের শেষ আশাটা নিভিয়ে দেন মুহাম্মদ শামি। দলীয় ৮৬ রানে তিনিই ২৩ রান করা বেন স্টোকসকে এলবিডব্লিু করেন। এরপর অবশ্য মইন আলী ও শ্যাম কারেন মিলে দলের হাল ধরেন। ৮১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন তারা। দলীয় ১৬৭ রানে ব্যক্তিগত ৪০ করা মইন আলীকে বুমরার ক্যাচ বানান রবিচন্দ্রন অশ্বিন।
এক রান বাদেই আদিল রশিদকে এলবিডব্লিউ করেন ইশান্ত শর্মা। কারেনের সঙ্গে স্টুয়ার্ড ব্রডের দৃড়তায় ইংলিশরা ২০০ রান পার করে। ২৪০ রানে ব্রডকে ফিরিয়ে বুমরা তার তৃতীয় শিকার তুলে নেন। তবে একপ্রান্ত আগুলে একাই লড়ে যান কারেন। ৭৮ রান করা কারেনকে অশ্বিন বোল্ড করলে ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ২৪৬ রানে। পরে ভারত বিনা উইকেটে ১৯ রানে দিন শেষ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct