১৫০০ মিটারের দূরপাল্লার দৌড়ে সবাইকে পিছনে ফেলে দিয়ে সোনা পেলেন ভারতের জিনসন জনসন। স্বর্ণ পদক জেতার জন্য জনসনের সময় লেগেছে ৩ মিনিট ৪৪.৭২ সেকেন্ড। কেরলের বাসিন্দা জিনসন জনসন ৮০০ ও ১৫০০ মিটার দৌড়ে স্পেশালিস্ট। একদিন আগেই তিনি ৮০০ মিটারে রুপোর পদক পেয়েছেন। এদিন ১৫০০ মিটারে সেরা হলেন। জনসনের জয়ের ফলে ভারত এশিয়ান গেমসে পদক সংখ্যায় পৌঁছে গেল ৫৭-তে। এর মধ্যে ১২টি সোনা, ২০টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ পদক রয়েছে। সবচেয়ে উপরে রয়েছে চিন। তাদের মোট পদক ২৩৪টি। তার মধ্যে ১০৯টি সোনা, ৭২টি রুপো ও ৫৩টি ব্রোঞ্জ পদক রয়েছে। জনসনের এই সাফল্যে খুশি গোটা দেশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct