ভুল চিকিৎসায় দিল্লির এক বেসরকারি হাসপাতালকে ২৫লক্ষ টাকা ক্ষতি পূরণ দেওয়ার নির্দেশ দিল দিল্লি কনজিউমার কমিশন।
এক ব্যক্তি ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগে তার পরিবারকে এই ক্ষতি পূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
এ ব্যাপারে দিল্লি স্টেট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন জয়পুর গোল্ডেন হাসপাতালকে অবিলম্বে ২৪ লক্ষ টাকা ক্ষতি পুরণ দিতে বলেছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্থ রোগী নীতিন দাবলার পরিবারকে মামলার খরচ হিসেবে ১ লক্ষ টাকাও দিতে বলেছে।
উত্তর দিল্লির বাসিন্দা নীতিন দাবলা ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি উরুতে ক্ষত নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কমিশনের বেঞ্চে বিচারক ও পি গুপ্ত এবং সদস্য অনিল শ্রীবাস্তব বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কে মানবিক ও পরিষেবার ক্ষেত্রে সচেতন হতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct