ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভি বুধবার এক টিভি সাক্ষাৎকারে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তথ্যটি হল ইসরায়েলি মন্ত্রিসভার এক সদস্যকে গুপ্তচর হিসেবে নিয়োগ দেয়ার দাবি করেছে ইরান। কিন্তু তিনি ওই মন্ত্রীর নাম উল্লেখ করেননি।
আলাভি বলেন, ‘আমরা একটি দেশের মন্ত্রিসভায় আমাদের গুপ্তচর ঢুকিয়ে দিয়েছি। অথচ দেশটির গোয়েন্দারা খুবই শক্তিশালী।’
ইসরায়েলের প্রাক্তন জ্বালানি ও স্থাপনা বিষয়ক মন্ত্রী জোনেন সেজেভের কথা ইঙ্গিত করেছেন আলাভি। গত মাসেই জেরুজালেমের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে সাজা দিয়েছে।
এদিকে বিশেষ এক অভিযান চালিয়ে ইরানে অবস্থানরত কয়েকডজন ‘গুপ্তচর’ আটক করা হয়েছে বলেও জানিয়েছে আলাভি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct