বসনিয়া বা মিশর নয়, এবার গণকবরের সন্ধান মিলল শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমের শহর মান্নারে এক নতুন গণকবরের খোঁজ পাওয়া গেছে। ওই গণকবর থেকে ১০০ টিরও বেশি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শহরের প্রধান বাসস্ট্যান্ডের কাছে যে স্থানে ওই গণকবরটি খুঁজে পাওয়া যায় সেখানে আগে একটি পাইকারি পণ্য রাখার গুদাম ছিল। বিশেষজ্ঞরা কঙ্কালগুলো পরীক্ষা করে সেগুলোর পরিচয় শনাক্তের কাজ করে চলেছেন। এ বছর শুরুর দিকে নতুন ভবন নির্মাণের জন্য ওই স্থানে খোঁড়াখুঁড়ি শুরু হলে শ্রমিকরা প্রথম কঙ্কালগুলোর হদিস পায়। পরে শ্রীলঙ্কার একটি আদালত রাসায়নিক বিশেষজ্ঞদের দিয়ে গণকবরটি আরও বিশদ ভাবে খুঁড়ে দেখার নির্দেশ দেয়।
রাজধানী কলম্বো উপকণ্ঠে ইউনিভার্সিটি অব কল্যাণীয়ার প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক রাজ সোমদেবের নেতৃত্বে একটি দল গণকবরটি খোঁড়াখুঁড়ি ও পরীক্ষা-নিরীক্ষার কাজ করছে বলে শ্রীলঙ্কার পুরাতাত্ত্বিক বিভাগ সূত্রে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct