মায়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে রাষ্ট্রসংঘ এবার বিচারের মুখোমুখি করতে চায় সেদেশের সেনাপ্রধান সহ পাঁচ সেনা কমান্ডারকে। সোমবার এ ব্যাপারে আন্তর্জতিক তদন্তের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের শীর্ষ র্কতার্রা। রাষ্ট্রসংঘের অনুমোদিত ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন রোহিঙ্গা গণহত্যা প্রসঙ্গে বলেছে, উত্তর রাখাইন রাজ্যে গণহত্যার জন্য সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইংসহ দেশটির শীষর্স্থানীয় জেনারেলদের অবশ্যই তদন্তের আওতায় এনে বিচার করা উচিত। রাখাইন, কাচিন, শান রাজ্যে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য একই পদক্ষেপ চেয়েছে মিশন। কথিত বিদ্রোহী দমনের নামে গত বছরের আগস্টে রাখাইনে নৃশংস অভিযান শুরু করে মায়ানমার সেনাবাহিনী। এই অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সেনা ও বৌদ্ধদের বিরুদ্ধে রাখাইনে রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা, ধর্ষণের অভিযোগ চরমে ওঠে। যদিও মায়ানমার এবং সেদেশের নেত্রী সু কি রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞের অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে, রোহিঙ্গা হত্যায় সু কি জড়িত অভিযোগে বিভিন্ন দেশ নোবেল জয়ী মায়ানমার নেত্রীর বহু সম্মান কেড়ে নিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct