বন্দুকবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না আমেরিকা। কখনও স্কুলে কখনও রেস্তোরায় হামলা আকছার ঘটছে। এবার আমেরিকার ফ্লোরিডা প্রদেশের জ্যাকসনভিলে একটি গেম ক্যাফেতে এক বন্দুকবাজ গুলি চালালে কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। গুলি চালানোর এই ঘটনাট্ঘিটেছে রবিবার রাতে।
এ ব্যাপারে ফ্লোরিডা পুলিশ জানিয়েছে, একজন বন্দুকধারী গুলি চালালে প্রথমে দুজন নিহত হয়। এছাড়া ডেভিড কাটজ নামের ২৪ বছর বয়সী আত্মঘাতি যুবক মারা গেছেন। তবে সে নিজের নাকি পুলিশের গুলিতে মারা গেছে তা পরিষ্কার নয়। সে বালটিমোরের মেরিল্যান্ডের বাসিন্দা।
এই ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন। এখনও পর্যন্ত পুলিশ সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাজ কিনা তা নিয়ে কিছু জানায়নি।
জানা গেছে, একটি ভিডিও গেম টুর্নামেন্ট চলাকালে এই গুলি চালানোর ঘটনা ঘটে। একটি বন্দুক ব্যবহার করে হামলাকারী। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।