পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর জুলি বিশপ।
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন
অস্ট্রেলিয়ার জুলি বিশপ মন্ত্রিসভা। উল্লেখ্য, কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বিরোধ চরমে ওঠে। অবশেষে সংখ্যাগরিষ্ঠ মতের জোরে প্রধানমন্ত্রী হন মরিসন।
পদত্যাগ করার পর বিশপ বলেন, আমি এখন থেকে পশ্চিম অস্ট্রেলিয়ার উন্নয়নের জন্য কাজ করে যাব। তবে ২০১৯ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করেননি।
জুলি বিশপ দীর্ঘ ১১ বছর লিবারেল পার্টির ডেপুটি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। সাম্প্রতিক নির্বাচনের পর দলীয় মতবিরোধের কারণে পদটিও হারাতে হয় বিশপের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct