প্রায় এক সপ্তাহ ধরে স্কুলে বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সঙ্কটে পড়েছে পড়ুয়ারা। গরমে কাহিল হচ্ছেন শিক্ষিক ও শিক্ষিকারা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই ১ ব্লকের রাজগ্রাম এস আর আর হাইস্কুলে। তড়িঘড়ি বিষয়টি রাজ্য বিদ্যুৎ পর্ষদের নজরে আনা হয়েছে।
দিন সাতেক আগে শর্ট সার্কিটের ফলে বিদ্যুতেরলোইনে আগুন লেগে তার পুড়ে যায়।
পর দিনই স্কুলের পক্ষ থেকে মুরারই সাব ষ্টেশনে বিষয়টি জানান স্কুলের প্রধান শিক্ষিকা হাসিনা ফিরদাউস।
বিষয়টি নজরে আসতেই দ্রুত পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ পর্ষদের রামপুরহাট মহকুমা আধিকারিক সুভময় সরকার।
স্কুল শিক্ষক ও অভিভাবকদের বক্তব্য, বিদ্যুতের অভাবে পাম্প মেশিন চালানো যায়নি। তাই পানীয় জলের সঙ্কট দেখা দেয়। পড়ুয়াদের দূরের টিউবওয়েল থেকে জল আনতে হলেও এখনও বিদ্যুৎ না আসায় সমস্যা থেকেই গেছে বলে অভিযোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct