আইনের চোখে সবাই সমান। হোক না আইএএস অফিসার। তা এবার হচাথখ আঙুল দিয়ে দেখিয়ে দিল তেলেঙ্গানার হায়দরাবাদ হাইকোর্ট।
তেলেঙ্গানার মাহবুব নগরে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এ বু্চাইয়াইকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা বলে জয়েন্ট কালেক্টর আইএএস অফিসার কে শিবকুমার নাইডু গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। শুক্রবার সেই নির্দেশ বেআইনি ও ক্ষমতার অপব্যবহার বলল হায়দরাবাদ হাইকোর্ট। বিচারপতি পি নবীন রাও এক রায়ে শিবকুমারকে দু মাস ২৯ দিন জেল এবং ৫০হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, নিজের জমিতে বিয়ে বাড়ির নির্মাণকাজ করছিলেন বুচাইয়া। কিছু লোক সেসময় এর বিরুদ্ধে অভিযোগ জানান জয়েন্ট কালেক্টরে কে শিবকুমার নাইডুর কাছে। বিষয়টি কোর্ট পর্যন্ত গড়ায়। নির্মাণ কাজ বন্ধের বিরুদ্ধে কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শিবকুমার তাকে গ্রেফতারের নির্দেশ দেন। তার বিরুদ্ধে কোর্টে যান বুচাইয়া। বিচার রায়ে শুধু শিবকুমারকে জেল নয় বুচাইয়ায়াকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন।