কয়েন নিয়ে আমরা সবাই সমস্যাই আছি তারমধ্যেই ইন্দোনেশিয়া ঘটলো এক অবাক ঘটনা। প্রায় ১০ হাজার ডলার কয়েন দিয়ে স্ত্রীর খোরপোষ মিটিয়েছেন এক ব্যক্তি। কয়েনে খোরপোষ দেওয়ায় প্রাক্তন স্ত্রী মানহানির অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, ‘এটি অপমানজনক, অনেকটা আমাকে গরিব বলে ডাকার মতো।’
ইন্দোনেশিয়ার জাভায় বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। এক সরকারি কর্মকর্তা তাঁর প্রাক্তন স্ত্রীকে খোরপোষ দেওয়ার সময় এই কাণ্ড ঘটিয়েছে। বিবাহবিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রীকে বড় অঙ্কের খোরপোষ দিতে নির্দেশ দিয়েছিলেন দেশটির আদালত। আর তা পরিশোধ করতে গিয়েই ১০ হাজার ডলার মূল্যমানের কয়েন নিয়ে হাজির হন ডুই সুসিলার্তো নামের ওই সরকারি কর্মকর্তা। কয়েনের মোট ওজন হয়েছিল ৮৯০ কেজি।
এদিকে প্রাক্তন স্ত্রীর আইনজীবী অভিযোগ করে বলেছেন, কয়েন এ খোরপোষ পরিশোধ করে তাঁর মক্কেলকে অপমান করা হয়েছে। তবে ডুই সুসিলার্তোর আইনজীবী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এভাবে ধাতব মুদ্রায় বা কয়েনে খোরপোষ পরিশোধ করায় আমিও কিছুটা অবাক হয়েছি। কিন্তু আমার মক্কেল তাঁর প্রাক্তন স্ত্রীকে অপমান করতে চাননি। আমার মক্কেল বলেছেন, খোরপোষ পরিশোধ করতে পরিবার ও বন্ধুদের কাছ থেকে এই অর্থ এনেছেন তিনি।’
এত বিপুল পরিমাণ ধাতব মুদ্রা বা কয়েন গুনতে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রাক্তন স্ত্রীর আইনজীবী । শেষমেশ বস্তা বস্তা ধাতব মুদ্রা বা কয়েন গুনে দেখতে আদালতের কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct