স্টিভ স্মিথকে পিছনে ফেলে টেস্টে ফের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হলেন ভারত অধিনায়ক, সৌজন্যে ট্রেন্ট ব্রিজে দুরন্ত ব্যাটিং। দুই ইনিংশ মিলিয়ে তিনি ২০৩ রান করেন। যা ভারতের তৃতীয় টেস্ট জয়ের পথ প্রশস্থ করে দেয়। কেরিয়ারে সেরা রেটিং পয়েন্ট (৯৩৭) নিয়ে বিশ্বের সর্বকালের সেরা রেটিং পয়েন্টের তালিকায় প্রথম একাদশে ঢুকে পড়লেন কোহলি। এখনও পর্যন্ত কেরিয়ারে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট রয়েছে কিংবদন্তি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানের (৯৬১) দখলে। তার পরে রয়েছেন স্টিভ স্মিথ (৯৪৭)। তার পর রয়েছেন যথাক্রমে লেন হটন (৯৪৫), জ্যাক হবস ও রিকি পন্টিং (৯৪২), পিটার মে (৯৪১) এবং গ্যারি সোবার্স, ক্লাইড ওয়ালকট,ভিভিয়ান রিচার্ডস এবং কুমার সঙ্গাকারা (৯৩৮)। আর একাদশ খেলোয়াড় হিসেবে এই তালিকায় ঢুকে পড়লেন বিরাট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct