ঈদের ছোঁয়া লেগেছে ইউরোপীয় ফুটবলেও। এই মুহুতে ইউরোপের বড় ক্লাবগুলো মুসলিম সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত। ওজিল-সালাহ থেকে রিয়াল-বার্সেলোনা ঈদের শুভেচ্ছা জানিয়েছে।
ফরাসি ফুটবলার পল পগবা বিশ্বকাপ জয়ের পর সতীর্থ বেঞ্জামিন মেন্দি ও স্টিভ মাঁদানদার সঙ্গে সেজদা করেছিলেন মাঠে। সেই ছবিটাই ব্যবহার করেছেন তিনি টুইটারে। সঙ্গে লিখেছেন, ঈদ মুবারক। আর্সেনাল তারকা মেসুট ওজিল ধর্মপ্রাণ হিসেবেই পরিচিত। মাঠেও ম্যাচ শুরুর আগে মোনাজাত করেন। সে রকমই একটি ছবি ব্যবহার করে ওজিল লিখেছেন, ' যাঁরা ঈদ পালন করছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা।’ লিভারপুল তারকা মুহামেদ সালাহও টুইট করেছেন, ‘সবাইকে ঈদ মুবারক’।
শুধু খেলোয়াড়েরা নন, ইউরোপের বড় ক্লাবগুলো সোশ্যাল নেটওয়াক সাইটে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। রিয়াল মাদ্রিদ, এসি মিলান, বার্সেলোনা আরবিতে ঈদ মুবারক লেখা ছবি দিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct