জার্মানি সফরে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি কেন্দ্রের বিজেপি সরকারের চরম সমালোচনা করলেন। সেই সঙ্গে দেশে ক্রমবর্ধমান গণপিটুনির ঘটনায় বেকারত্ব বাড়ছে বলে অভিযোগ তুললেন। জর্মানির হামবার্গ শহরে ভাষণ দিতে গিয়ে রাহুল প্রথমে গণপিটুনির প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন যেভাবে দেশে গণপিটুনির ঘটনা ঘটছে তাতে মানুষকে আরও ক্রুদ্ধ করে তুলছে। এর ফলে বেকারত্ব বেড়ে যাচ্ছে। বিদেশে গিয়ে এই প্রথম রাহুলক্গেণপিটুনি নিয়ে সরব হতে দেখা গেল। উল্লে, আখলাক থেকে শুরু করে পেহলু খান গোরক্ষকদের হাতে গণপিটুনির জেরে নিহত হয়েছেন। এছাড়া একের পর এক নিরীহ দুগ্ধ ব্যবসায়ী কিংবা গো ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিদ্বজ্জনরা তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
আর কেন্দ্রের বিজেপি সরকার জিএসটি চালু করায় ক্ষুদ্র শিল্পেব্যাপক ক্ষতি হয়েছে। তার মতে, ক্ষুদ্র শিল্পকে ধ্বংস করার মূলে জিএসটি আর নোটবন্দি। নোটবন্দি দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে তার জন্য দায়ী করেন কেন্দ্রের বিজেপি সরকারকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct