অপ্রত্যাশিতভাবে চলতি বছরের উয়েফা বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হল না বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসির। তবে ওই তালিকায় নতুন করে জায়গা পেয়েছেন মিশরীয় তারকা মুহাম্মদ সালাহ।ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ । জায়গা পেয়েছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগামী ৩০ আগস্ট বৃহস্পতিবার মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ড্র চলার সময় বিজয়ীর নাম ঘোষণা হবে। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় লিওনেল মেসিকে। অথচ তাঁর নাম নেই উয়েফার বর্ষসেরার তালিকায়। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় সালাহ ঢুকে গিয়েছেন গত মরশুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার জন্য। রোনাল্ডো মনোনীত হয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ড পঞ্চমবার এবং টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে। টানা ছয় মৌসুম টুর্নামেন্টটির সর্বোচ্চ গোলদাতাও তিনি। রোনাল্ডোর মতোই মদ্রিচ জায়গা পেয়েছেন রিয়ালের হয়ে দুর্দান্ত একটি মরশুম কাটানোতে। তিনি আবার বিশ্বকাপে আলো ছড়িয়ে গোল্ডেন বলও জিতেছেন। এদিকে, দলের ব্যর্থতার প্রভাবটাই পড়েছে মেসির উপর। চ্যাম্পিয়ন্স লিগে তাঁর দল বার্সেলোনা রোমার কাছে হেরে শেষ আট থেকেই বাদ পড়ে। বিশ্বকাপেও আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডের গন্ডি পার হতে পারেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct