ঈদের দিনে আমাদের সকলের একটু ভাল কিছু রান্না করার ইচ্ছা করে। সারাদিন কাজের পরে একটু ভাল খাবার খেতে কার না ইচ্ছা করে আর যদি সেটা ঈদের দিন হয় তাহলে তো আর কিছু বলার নেই। তাই আপনাদের জন্যে ঈদ স্পেশাল শাহী বিরিয়ানি নিয়ে হাজির আপনজনের পক্ষে থেকে। আশা করছি আপনাদের খুব ভাল লাগবে।
উপকরণ ১ :
খাসির মাংস (২ কেজি), পেঁয়াজ কুচি ( ২ টেবিল চামচ), পেঁয়াজ বাটা (১/২ কাপ), আদা বাটা ( ২ টেবিল চামচ), রসুন বাটা ( ২ টেবিল চামচ), টক দই (১ কাপ), তেল (১ কাপ), ধনে গুঁড়া (১ টেবিল চামচ), শাহি জিরা বাটা (১ টেবিল চামচ), জায়ফল বা জয়ত্রী বাটা (১/২ চা চামচ), চিনি (১ টেবিল চামচ), , তেজপাতা (২ পিস), লবঙ্গ (৪ পিস), এলাচ (৪পিস), দারুচিনি ( ২ টুকরো), গরম মসলা গুঁড়া (১ চা চামচ), লবণ স্বাদমতো।
প্রথম প্রণালি :
পেঁয়াজ কুচি, তেল ও গোটা গরম মসলা ছাড়া বাকি মসলা দিয়ে মাংস মেখে রাখুন দুই ঘণ্টা।
কড়াইয়ে তেল দিয়ে গরম হয়েগেলে তাতে পেঁয়াজ কুচি ও গোটা গরম মসলা দিয়ে ভেজে মেরিনেট করা মাংস ঢেলে দিন।
পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে কম আঁচে মাংস কষিয়ে নামিয়ে রাখুন।
উপকরণ ২ :
বাসমতি চাল (১ কেজি), দুধ (১ কাপ), তেল ( ২ কাপ), পেঁয়াজ কুচি (১ কাপ), আদা বাটা (১ চা চামচ), রসুন বাটা (১ চা চামচ), পোস্ত বাটা (১ টেবিল চামচ), চিনি (১ টেবিল চামচ), আলুবোখারা (৬ টি), মাওয়া (১/২ কাপ), এলাচ (৪ পিস), লবঙ্গ (৪ পিস), তেজপাতা (২ টি), কিশমিশ (২ টেবিল চামচ), পেস্তাবাদাম (১ টেবিল চামচ), গোলাপ জল (২ টেবিল চামচ), কেওড়া পানি (২ টেবিল চামচ), গরম মসলা গুঁড়া (১ চা চামচ), লেবুর রস (১ টেবিল চামচ), জায়ফল বা জয়ত্রী (১/২ চা চামচ), কাবাব চিনি (১/২ চা চামচ), শাহি জিরা গুঁড়া (১/২ চা চামচ), আলু আটটি, কাঁচা লঙ্কা (৭ টি), লবণ পরিমাণমতো,
দ্বিতীয় প্রণালি :
চাল গুলো ধুয়ে ২৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবার জল ঝরিয়ে রাখুন আরও ২০ মিনিট।
আলুর খোসা বাদ দিয়ে দুই ভাগ করে ধুয়ে নিন। এবার লবণ মিশিয়ে তেল আর জল দিয়ে সেদ্ধ করে রাখুন।
এবার একটা বড় পাত্রে তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে সামান্য বেরেস্তা রেখে বাকিটা তুলে নিন। তার সাথে সমস্ত বাটা মসলা দিয়ে কষিয়ে চাল দিয়ে দিন। চালের দ্বিগুণ জল ও পরিমাণ মতো লবণ দিয়ে পোলাও হওয়ার জন্যে ঢেকে দিন।
তুলে রাখা বেরেস্তা, মাওয়া, জায়ফল-জয়ত্রী, কাবাব, গরম মসলা গুঁড়া, চিনি, কিশমিশ, পেস্তাবাদাম কুচি একসঙ্গে মেখে তিন ভাগ করে রাখুন।
পোলাও ফুটে উঠলে অর্ধেক পোলাও নামিয়ে তার মধ্যে মাংস ও আলু আর এক ভাগ বেরেস্তার মিশ্রণ দিয়ে বাকি পোলাও তার উপর দিয়ে ঢেকে ওপরে আরেক ভাগ বেরেস্তার মিশ্রণ, লেবুর রস, জাফরান মিশ্রিত পানি দিয়ে দমে রাখুন ২০ মিনিট।
২০ মিনিট পরে পাত্রটা ধরে উল্টে আবার ১০ মিনিট দমে রাখুন।
অাঁচ থেকে নামিয়ে রাখুন কিছুক্ষণ। পরিবেশন এর সময় বাকি বেরেস্তার মিশ্রণ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct