এবারের লা লিগা একটি অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। রিয়াল মাদ্রিদের মাঠে দর্শক ক্রমে কমে যাচ্ছে। শেষ ম্যাচে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতেই লিগ মৌসুমের সূচনা হয়েছে লস ব্লাঙ্কোদের। গ্যারেথ বেল ও দানি কারভাহালের গোলে গেটাফেকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। কিন্তু এটা দেখতে হাজির ছিলেন মাত্র ৪৮ হাজার ৪৬৬ জন সমর্থক। গত ১০ বছরে বার্নাব্যুতে কম দর্শকের রেকর্ড এটি।
২০০৯ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাবে যোগ দেওয়ার আগে বেহাল পরিস্থিতি পার করছিল রিয়াল। মাঠে সাফল্য নেই, গ্যালারিতে ভিড় নেই। প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা নিজেদের সেরা সময় পার করছে। সে সময় ব্যবসায়ী বুদ্ধিতে সবাইকে চমকে দিয়ে ফ্লোরেন্তিনো পেরেজ বিশ্ব রেকর্ড গড়ে রোনাল্ডোকে এনে বার্নাব্যুর গ্যালারিতে দর্শকের ভিড় বাড়িয়ে ছিলেন। সে পথেই এসেছিল সাফল্য।
চলতি মরশুমের শুরুতেই রোনাল্ডোর বিদায়।আর তাতা আবারও সে সব দিন ফিরছে বার্নাব্যুতে। রিয়াল যতই বেল, বেনজেমা কিংবা অ্যাসেনসিওদের দিয়ে গোল আদায় করা কিংবা শিরোপার কথা ভাবুক না কেন, রোনাল্ডোর মতো তারকার অভাব যে সহজে পূরণ হবে না, সেটা বোঝা গেছে লিগের প্রথম ম্যাচেই। সর্বশেষ বার্নাব্যুতে এত খালি আসন পরে থাকতে দেখা গিয়েছিল ২০০৮-০৯ মৌসুমে। বার্সেলোনার কাছে ৬-২ গোলে হারা সে বিখ্যাত ম্যাচসহ টানা পাঁচ ম্যাচ হেরেছিল রিয়াল সেবার। হার দেখতে দেখতে ক্লান্ত রিয়ালের দর্শক তাই শেষ দিকে মাঠে আসা কমিয়ে দিয়েছিলেন।
রোনাল্ডো রিয়ালে এসে নিজের ট্রফি ক্যাবিনেটে অনেক শিরোপা যোগ করেছেন, রিয়ালকেও এনে দিয়েছেন ৪টি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা। তবে রিয়ালের জন্য রোনালদো যে আসলে কী ছিলেন, সেটা কাল বার্নাব্যুর খালি আসনগুলো বুঝিয়ে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct