নিজস্ব প্রতিনিধি: মেয়েদের সাফ অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতল ভারত। ফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারাল ভারত। ৬৭ মিনিটে সুনীতা মুণ্ডার একমাত্র গোলে বাংলাদেশের দর্প চূর্ণ করল ভারতীয় মেয়েরা। প্রসঙ্গত, গত বছর ঢাকায় কমলাপুর স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েই ট্রফি জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবার সেই হারের মধুর প্রতিশোধ নিল ভারত!
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামের এই ম্যাচে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে ভারতীয় মেয়েরা যেন জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। টুর্নামেন্টে ফেয়ারপ্লে ট্রফি জিতেছে বাংলাদেশ। সর্বোচ্চ গোলদাতা চারজন হলেও শেষ পর্যন্ত লটারিতে পুরস্কারটা পেয়েছে বাংলাদেশের তহুরা। ভারতীয় আক্রমণভাগের একের পর এক আক্রমণের চাপে শেষমেশ ভেঙে পড় বাংলাদেশের ডিফেন্স। এদিন ভারত গোলে শট নিয়েছিল ৪টি, যার একটিতে গোল হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct