২৪ বছর বয়সী ফারাহ আলহাজেহ যাকে একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকুরি থেকে বঞ্চিত করেছিল পুরুষ অফিসারদের সাথে হ্যান্ডশেক করতে না চাওয়ায়। সেই সুইডিশ মুসলিম নারী মামলায় জিতে ওই ঘটনার জন্য ক্ষতিপূরণ পেয়েছেন।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে ডাক পান এসময় পুরুষ অফিসারগণ তার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে তিনি ধর্মীয় কারণ দেখিয়ে দুঃখ প্রকাশ করেন। সে বুকের কাছে হাত রেখে কর্মকর্তাদের প্রতি বিনয় প্রকাশ করেন। তার সেই রীতি গ্রহণ করেনি এবং ইন্টারভিউ নিতে রাজি হননি ইন্টাভিউ বোর্ডের কর্তারা।
সম্প্রতি সুইডেনের শ্রম আদালত এক রায়ে ধর্মীয় বৈষম্যমূলক আচরণ করার জন্য ওই কোম্পানিকে ৪০ হাজার সুইডিশ ক্রোনার জরিমানা করেছে। ক্ষতিপূরণ বাবদ ফারাহকে প্রদান করতে হবে এই অর্থ।
আদালত জানিয়েছে, ধর্মীয় কারণে ফারাহ যে হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানিয়েছেন সেই অধিকার তার রয়েছে মানবাধিকার বিষয়ক ইউরোপীয়ান কনভেনশনের আলোকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct