রোনাল্ডোর ফেলে যাওয়া শূন্যস্থান পূরণের লক্ষ্যে নেইমারকে দলে পেতে রিয়াল মাদ্রিদ এতটাই মরিয়া যে রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরো (প্রায় ২৪০০ কোটি টাকা) পর্যন্ত খরচ করতে রাজি ক্লাবটি, এমনটাই জানাচ্ছে স্পেনের সংবাদমাধ্যমগুলি।
গত মরশুমে রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরো (প্রায় ১৮০০ কোটি টাকা) ট্রান্সফার ফি’তে লা লিগার আরেক ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন’তে (পিএসজি) নাম লিখিয়েছিলেন নেইমার। সেই রেকর্ড ভেঙে দিয়ে নেইমারকে কিনতে নতুন রেকর্ড গড়তেও কোন অসুবিধা নেই রিয়ালের।
তবে নেইমারের বর্তমান ক্লাব পিএসজি পাহাড়সম ট্রান্সফার ফি’তে তাকে দলে নিয়ে মাত্র এক মরশুম পরেই আবার ছেড়ে দিতে রাজি হবে কিনা সেটিই বড় প্রশ্ন। কিন্তু রিয়াল প্রেসিডেন্ট পেরেজ একবার যে বিষয়ে মন শক্ত করে নেন সেটি যে তিনি পেয়েই ছাড়েন তার প্রমাণ মিলেছে অনেকবার।