এবার হার্দিক পান্ডিয়ার সমালোচনা করলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। ক্যারিবিয়ানদের সোনালী সময়ের অন্যতম রুপকার হোল্ডিংয়ের মতে টেস্ট অলরাউন্ডার হওয়ার মতো যথেষ্ট সামর্থ্য নেই পান্ডিয়ার।
এজবাস্টন ও লর্ডসে হেরে ট্রেন্টব্রিজে সিরিজের তৃতীয় ম্যাচের অপেক্ষায় রয়েছে ভারত। সিংহভাগ বিশ্লেষকেরই মতামত ট্রেন্টব্রিজেও নাস্তানাবুদ হবে সফরকারীরা। এই ম্যাচের আগেই আলোচনায় ব্যস্ত সবাই। যেখানে হোল্ডিংয়ের আলোচনায় উঠে এসেছে পান্ডিয়ার নাম।
ভারতীয় এই অলরাউন্ডারের ব্যাপারে হোল্ডিং বলেন, ‘ভারতের বোলিং বিভাগটা ভারসাম্যই পাচ্ছে না। তারা হার্দিক পান্ডিয়াকে খেলাচ্ছে অলরাউন্ডার হিসেবে যে কিনা বল হাতে দলকে সাহায্য করে। কিন্তু বল হাতে পান্ডিয়া মোটেও কার্যকর হতে পারছে না। এমনকি ব্যাটিংয়ে নেমেও রানের ফুলঝুরি নেই তার ব্যাটে। সে যেখানে নামে সেখান থেকে ৫০-৬০ রান আর বোলিংয়ে ২-৩ উইকেট পেলেই যথেষ্ট। কিন্তু সে যা করছে তা মোটেও সন্তোষজনক নয়। অলরাউন্ডারের সংজ্ঞা এমন নয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct