‘মাদ্রিদ ডার্বি’-তে রিয়াল মাদ্রিদকে হারিয়ে তৃতীয়বারের মতো উয়েফা সুপার কাপ জিতে নিল অ্যাতলেটিকো মাদ্রিদ। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালকে ৪-২ গোলে হারিয়েছে উয়েফা ইউরোপা লিগ জয়ী অ্যাতলেটিকো।
ম্যাচের শুরুতেই রেকর্ড গড়ে বসেন অ্যাতলেটিকোর স্প্যানিশ ফরোয়ার্ড ডিয়েগো কস্তা। ম্যাচের মাত্র ৫০ সেকেন্ডের মাথায় রিয়ালের জালে বল ঢুকিয়ে গড়েন সুপার কাপের ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ড।
২৭ মিনিটে ডান পাশ থেকে গ্যারেথ আসা বেলের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান রিয়ালের ফরাসী স্ট্রাইকার করিম বেঞ্জেমা। এরপর অধিনায়ক সার্জিও রামোসের সফল পেনাল্টি শটে ম্যাচে লিড নেয় রিয়াল। ৭৯ মিনিটে বক্সের ছয় গজের ভেতরে দাঁড়িয়ে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন কস্তা। ম্যাচের ৯৮তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন সাউল নিগেজ। আর ১০৪ তম মিনিটে চতুর্থ গোলটি করে কফিনের শেষ পেরেক ঠুকে দেন কোকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct