নিজের ভক্তদের কাঁদিয়ে বুধবার রাতে মুম্বাইয়ের জশলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকার (৭৭)। ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভারতকে জয় এনে দেওয়ার নায়ক অজিত ওয়াদেকার দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। স্বাভাবিকভাবে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রীড়া জগতে।১৯৬৬ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ৩৭টি টেস্ট খেলেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান ওয়াদেকার। আক্রমণাত্মক ব্যাটিং ও স্লিপে ভালো ফিল্ডিংয়ের কারণেও পরিচিতি ছিল তাঁর। ৩১.০৭ গড়ে তিনি ২১১৩ রান করেছিলেন।১৯৬৭-৬৮ সালে ভারতের নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে তাঁর ১৪৩ রানের ইনিংসের সুবাদে প্রথমবারের মতো বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারত। যদিও ওয়ানডেতে তিনি মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান। এছাড়া ২৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন ওয়াদেকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct