এক বড় শিশু পাচারকারী চক্রের পাণ্ডা ধরা পড়ল গুজরাতে। এক একটি শিশুকে ৪৫ লাখ টাকা করে আমেরিকায় বিক্রি করে দেওয়া হত। এরকম ৩০০ শিশু ইতিমধ্যে বিক্রি হয়েছে। এই চক্রের পাণ্ডা রাজুভাই গামলেওয়ালাকে পুলিশ গ্রেফতার করার পর বিপুল সংখ্যক শিশুকে আমেরিকায় বিক্রি করে দেওয়ার ঘটনাটি জানাজানি হল। বিক্রি করে এই সব শিশুদের বয়স ১১র মধ্যে। আর এদের বেশিরভাগই গুজরাতের। মুম্বাই পুলিশ ৫০ বছর বয়স্ক রাজুভাই গামলেওয়ালাকে গ্রেফতার করে এই খবর জানতে পেরেছে।
পুলিশ বলছে গুজরাতের গরিব পরিবারের সন্তানদের বেছে বেছে নেওয়া হত। আর কিশোরীদের যৌন কাজে লাগানো হত।
গুজরাতের যেসব পরিবারের শিশুকে নিশানা করত তাদের পরিবারকে পাসপোর্ট করে দিত এই চক্র। তাদেরকে বিক্রি করে দেওয়ার প্রথম অভিযোগ সামনে আসে গত মার্চ মাসে। টিভি অ্যাঙ্কর প্রীতি সুদ এক বন্ধুর কাছ থেকে ফোন পান একসেলুনে দুই শিশু আবেদন করেছে মেকআপের জন্য। এর পর তাদেরকে বিক্রি করে দেওয়ার বিষয়টি সামনে আসে। পুলিশ আরো চারজনকে গ্রেফতার করেছে বিদেশে শিশু বিক্রির অভিযোগে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct