গত কয়েক দিনে আফগান্তিানে তালিবান ও সরকারি বাহিনীর লড়াইয়ে মৃতের সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। লড়াইয়ের তীব্রতা গজনী শহরের দখল নেওয়া নিয়ে। আফগানিস্তানের গজনি শহরে তালিবান ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষের ফলে গত কয়েকদিনে কমপক্ষে ৪০০ মানুষ নিহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় সাধারণ মানুষ শহর ছেড়ে পালাচ্ছেন। আহত হয়েছেন অগণিত। একদিকে আমেরিকার সমর্থিত আফগান বাহিনী, অন্যদিকে তালিবান সশস্ত্র গোষ্ঠী দুইয়ের মাঝে পড়ে আফগানদের প্রাণ এখন ওষ্ঠাগত।
এই নিয়ে টানা পাঁচদিন পেরেলো দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই। থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।বিভিন্ন টাওয়ার ধ্বংস হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না।
তবে রাষ্ট্রসংঘ ও আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত লড়াইয়ে প্রাণ হারিয়েছেন আনুমানিক ৪০০ মানুষ। এর মধ্যে বেসামরিক রয়েছেন প্রায় ১৫০ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct