এমনিতেই খুবই ভদ্র প্রকৃতির মানুষ। মাঠে খেলাকালিন তাঁকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে সেভাবে ঝামেলা করতে দেখা যায় না।যার ফলে তাঁকে নিয়ে মাঠে ও মাঠের বাইরে সেভাবে বিতর্ক তৈরি হয়নি। তবে এবারে বিতর্কে জড়িয়ে গেলেন মিশরের তারকা ফুটবলার মুহাম্মদ সালাহ।গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করছেন তিনি। সম্প্রতি এরকম একটি ভিডিও লন্ডন পুলিশকে দেওয়া হয়েছে। তা দেখে একটি ট্যুইট বার্তায় মার্সেইসাইড পুলিশ নিশ্চিত করছে, ওই ভিডিওটি তারা 'সংশ্লিষ্ট বিভাগে' পাঠিয়েছে।এতে আমাগীদিনে সালাহ আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন। এদিন লিভারপুল ক্লাবের একজন মুখপাত্র বলেছেন, 'সালাহর সঙ্গে আলাপ আলোচনার পরেই তারা ভিডিওটির বিষয়ে পুলিশকে সতর্ক করেছেন।তিনি জানিয়েছেন, এ বিষয়ে পরবর্তী যেকোনো পদক্ষেপ হবে ক্লাবের অভ্যন্তরীণ বিষয়। টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিশরীয় নাগরিক সালাহ চালকের আসনে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। সেই সময় তাঁর গাড়িটি ভক্তরা ঘিরে ধরেছিলেন, যাদের মধ্যে শিশুরাও ছিল। উল্লেখ্যে, লন্ডনে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করা আইনত নিষিদ্ধ। ঠিক সে জায়গায় সালহা এই আইন ভেঙে নতুন ঝামেলায় জড়াতে চলেছেন, তা বলা যেতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct