ভাঙড়ের পাওয়ার গ্রিড নিয়্জেট কাটার পর বিজয় মিছিলকেরেছেন গ্রামবাসীরা। আনন্দে তারা আবির মেখে উচ্ছ্বাস প্রকাশ করেছে। এবার তাদের প্রতি সরকারি নেকনজর পড়তে শুরু হয়েে গেল। সোমবার জমি আন্দোলনের নিহত পরিবারের হাতে মোটা অঙ্কের আর্থিক সহায়তা তুলে দেওয়া হল রাজ্য সরকারের তরফ থেকে।
এদিন পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত ভবনে জেলা প্রশাসনের তরফে ভাঙড় ২ এর বিডিও কৌশিক কুমার মাইতি ভাঙড় আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। উপস্থিত ছিলেন, ভাঙড়ের সিআই সৌগত রায় ও কাশিপুর থানার আধিকারিক বিশ্বজিৎ ঘোষ। এই আর্থিক সহায়তা পেয়ে স্বভাবতই খুশি নিহতের পরিবার ও আন্দোলনকারী গ্রামবাসীরা।
২০১৭ সালের ১৭ জানুয়ারি ২০১৭ সালে জনতা পুলিশের সংঘর্ষে নিহত কলেজ ছাত্র আলমগীর মোল্লা ও দিনমজুর মোফিজুল ইসলামের পরিবারের হাতে ৮ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
পাশাপাশি গুলিতে আহত শ্যামনগরের যুবক আকবর আলি মোল্লা, মাছভাঙার গৃহবধূ ফতেমা বিবি এবং পুলিশের লাঠিতে গুরুতর জখম হয়ে মৃত খামারআইট এর বাসিন্দা ময়ূরজান বিবির পরিবারেরসিদস্যদের হাতে ২ লক্ষ করে টাকার চেক তুলে দেওয়া হয়।