মহারাষ্ট্রে আরবি যিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই পশ্চিমবাংলা সহ ভারতজুড়ে ঈদ উল আযহা বা বকরিদ পালিত হবে ২২ আগস্ট বুধবার। সোমবার দারুল উলুম দেওবন্দের মাওলানা মাদনির বরাত দিয়ে একথা জানিয়েছেন রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি।
এক বিবৃতিতে বলা হয়েছে, মহারাষ্ট্র জমিয়তের সভাপতি মাওলানা নাদিম সিদ্দিকী তাকে ফোনে জানিয়েছেন চাঁদ দেখা গেছে। এছাড়া, দিল্লি, লখনউ, নাগপুর থেকেও চাঁদ দেখার খবর মিলেছে। তাই ২২ আগস্ট দেশে বকরিদ পালিত হবে।
উল্লেখ্য, সৌদি সরকার জানিয়েছে সেদেশে ২১ আগস্ট বকরিদ পালিত হবে।
ইসলামি রীতি অনুসারে আরবি মাস যিলহজের ১০ তারিখ ঈদ উল আযহা বা বকরিদ পালিত হয়। মুসলিমদের এই উৎসবক্ত্যোগের উৎসবও বলা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct