দুই কোরিয়ান প্রেসিডেন্ট পিয়ংইয়ংয়ে আবার বৈঠকে বসতে যাচ্ছেন আগামী সেপ্টেম্বরে। আজ এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই সিদ্ধান্ত আসে। এই দুই দেশের মধ্যে বন্ধন সুদৃঢ় করতে চলতি বছর এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণের একত্রীকরণ মন্ত্রণালয়।
গত এপ্রিল ও মে মাসে দুই দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমের পিস হাউসে বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তার আগে পর্যন্ত উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধাবস্থা ছিল। দুই নেতার বৈঠকের পরই পাল্টে যায় চিত্র।
আজ পানমুনজমে আলোচনায় বসেন দুই কোরিয়ার কর্মকর্তারা। আলোচনায় দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ-বিষয়ক মন্ত্রী চো মিয়োং-গিয়োন ও উত্তর কোরিয়ার পুনরেকত্রীকরণ কমিটির চেয়ারম্যান রি সোন গোন প্রতিনিধিত্ব করেন।
চলতি বছর দক্ষিণ কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্মেলনে অংশ নেয় উত্তর কোরিয়া।
পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে দীর্ঘদিন থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে উত্তর কোরিয়া। গত জুনে সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠক করেন কিম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকের পর কোরীয় উপত্যকায় পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হন কিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct