হাপুরে গোরক্ষকদের হাতে গণপিটুনির শিকার হওয়া কাসিমের পরিবারকে সোমবার সুরক্ষা দিতে বলল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট মিরাট পুলিশকে নির্দেশ দিয়েছে তারা যেন কাসিমের পরিবারকে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করে।
এনডিটিভির স্টিং অপারেশনে কাসিম হত্যায় অভিযুক্ত রাকেশ সিসোদিয়রি বক্তব্য প্রকাশ হওয়ায় সুপ্রিম কোর্ট বিশেষ সক্রিয় হয়েছে বলে মনে করা হচ্ছে। গত ১৮ জুন হাপুরে দুধ ব্যবসায়ী কাসিমকে গোরক্ষক রাজেশ সহ অন্যান্যরা পিটিয়ে হত্যা করে। তকে কোর্টে সে জানায় ওই হত্যায় সে জড়িত নয়। কিন্তু এনডিটিভির স্টিং অপারেশনে রাজেশ জানিয়েছে, ওরা গরু মেরেছে, তাই ওদের মেরেছি। এতে কাসিম হত্যা নিয়ে সন্দেহের আর অবকাশ থাকেনি। তাই কাসিমের পরিবারের তরফে সামিউদ্দিন সুপ্রিম কোর্টে দ্রুত জামিনের আবেদন জানিয়েছিলেন। তা মঞ্জুর করে সুপ্রিম কোর্ট সোমবার সামিউদ্দিন কাসিমের পরিবারকে পর্যপ্ত নিরাপত্তা দিতে মিরাট পুলিশকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct