প্রত্যাশামতো লর্ডসে কোহলি ব্রিগেডকে হারিয়ে দিল ইংল্যান্ড। টানা দ্বিতীয় ইনিংসে অনবদ্য বোলিং করলেন জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় ইনিংসে ১৩০ রানে অলআউট হয়েছে ভারত। এতে ইনিংস ও ১৫৯ রানে হার স্বীকার করে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে গেল ভারত।
প্রথম ইনিংসে ভারতকে ১০৭ রানে গুটিয়ে দেওয়ার পর ইংল্যান্ড ৭ উইকেটে ৩৯৬ রানে ইনিংস ডিক্লেয়ার করে। ১২০ রানে অপরাজিত থেকে রবিবার চতুর্থ দিনের খেলা শুরু করেন ক্রিস ওকস। তাকে আউট করতে পারেনি ভারতীয় বোলাররা। তার সঙ্গে ৭৬ রানে কারানের (৪০)জুটি ভাঙতে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এতে ইনিংসে ২৮৯ রানের লিড নেয় তারা।
মুহাম্মদ সামি ও হার্দিক পান্ডিয়া ৩টি করে উইকেট নিয়ে ভারতের সফল বোলার। দ্বিতীয় ইনিংস খেলতে নামে ভারত। অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের তোপে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। ৬১ রানে ৬ উইকেট হারানোর পর রবিচন্দ্রন অশ্বিন ও পান্ডিয়ার ৫৫ রানের জুটি ইংলিশ বোলারদের সামনে কিছুটা প্রতিরোধ গড়ে। পান্ডিয়া ২৬ রানে আউট হলে ১৪ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায় ভারত। অশ্বিন ইনিংস সেরা ৩৩ রানে অপরাজিত ছিলেন। ইশান্ত শর্মাকে আউট করায় ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct