আপনজন ডেস্ক: ছয় ছক্কার মালিক যুবরাজ সিং, ২০০৭-র টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে এক অনন্য রেকর্ডের মালিক যুবরাজ সিং ২০১৯ সালের বিশ্বকাপ চলাকালীন সময়ে মুম্বাইয়ের এক হোটেলের সাংবাদিক বৈঠকে করে ক্রিকেট জগত থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে। তবে আবার ক্রিকেট মাঠে দেখা যেতে পারে যুবরাজ ধামাকা। আবার যুবরাজকে ভারতীয় ক্রিকেটর আঙিনায় দেখা নাকি সময়ের অপেক্ষা। শোনা যাচ্ছে আপাতত পঞ্জাবের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলবেন যুবরাজ।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) তরফ থেকে যুবিকে অবসর ভেঙে আবার ক্রিকেট মাঠে ফেরার জন্য অনুরোধ করা হয়েছিল। পঞ্জাব ক্রিকেট সংস্থার সচিব পুনীত বালি জানিয়েছিলেন, আমরা চাই যুবরাজ যেন অবসর ভেঙে ফের পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেটের হয়ে মাঠে নামে। এই প্রস্তাবে বেশ কয়েক দিন পরে যুবির কাছ থেকে জবাব এলো এক সাক্ষাৎকারে যুবি জানিয়েছেন, বালির অনুরোধ আমি ফেলে দিতে পারছি না। প্রায় তিন-চার সপ্তাহ ধরে আমি ভাবনাচিন্তা করেছি। অবসর ভেঙে ফিরতে চেয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহকে ইমেল করেন যুবি। প্রসঙ্গত বোর্ড যদি অবসর ভেঙে আসার অনুমতি দেয়, তাহলে ক্রিকেটের আঙিনায় আবার যুবির ঝলক দেখা যাবে।
অবসর গ্রহণ করার পর পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে মোহালিতে শুভমন গিল, অভিষেক শর্মা, প্রভসিমরান সিং এবং আনমোলপ্রীত সিং এর তরুণ খেলোয়াড়দের নিয়ে যুবরাজ অনুশীলন শুরু করিয়েছিল। তাই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) মনে হচ্ছে যুবরাজের অভিজ্ঞতা ও সামর্থ্য আমাদের দলে তরুণদের উৎসাহিত করতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct