আপনজন ডেস্ক: কয়েকদিন আগেই কসোভো জানিয়েছিল তারা জেরুসালেমে দূতাবাস স্থাপন করবে। কসোভোকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে ইসরাইলের সঙ্গে এই ভাবেই সন্ধি করতে ইচ্ছুক হয়েছিল কসোভো। তাতেই ‘ডিল অব সেঞ্চুরি’-কে মাইলেজ পেতে দেখছিলেন যায়নবাদী দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নিশ্চিন্তে যখন তিনি দিবাস্বপ্ন দেখেছেন, সেই সময়ই ব্যাঘাত ঘটাল সার্বিয়া। নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে জানালো, কসোভোকে স্বাধীনরাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলে তারা আর জেরুসালেমে রাজধানী সরাবে না। তারা সাফ জানিয়েছে, কসোভোকে স্বাধীনরাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া মানে ইসরাইলের সঙ্গে সার্বদের বন্ধুত্ব ধ্বংস হওয়া।
টাইমস অব ইসরাইলের রিপোর্ট বলছে, ইসরাইল কসোভোর সঙ্গে কী ধরনের সম্পর্ক তৈরি করবে সে সম্পর্কে কোনও সমঝোতা না আসলে তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করবে সার্বিয়া। কসোভোর সঙ্গে কূটনীতিক সম্পর্ক একটি জিনিস, একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পুরোপুরি আরেকটি বিষয়। তাই এটি ইসরাইল-সার্বিয়ার সম্পর্ক নষ্ট করবে।
গত শুক্রবার কসোভোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ইচ্ছাপ্রকাশ করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইউরোপীয় ইউনিয়ানের সাধারণ সভার ফাঁকে মার্কিন মধ্যস্থতায় কসোভোর সঙ্গে সার্বিয়ার অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তি হয়। এই ভাবে মার্কিন বন্ধুদের মদদে কসোভোর মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে নিজেদের সঙ্গে নিতে চেয়ে ছিল ইসরাইল। কিন্তু এখন তাতে এই ফঁন্দিও কাজে আসছে না। উলটে সার্বিয়ার এই হুঁশিয়ারি তাদের বিপাকেই ফেলল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct