আপনজন ডেস্ক: ইসরাইল-আমিরাত চুক্তি এখন সারা বিশ্বেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইসরাইল-আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। ইসরাইল ও আমেরিকা যেভাবে সারা বিশ্বের মধ্য নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে তা নিয়ে মুসলিম দুনিয়াকে সতর্ক করলেন বিশ্বের তাবড় তাবড় আলেমরা।
মঙ্গলবার এই বিষয়ে দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস্ (আইইউএমএস) নামে মুসলিম স্কলারদের সংগঠন বিষয়টি নিয়ে একটি বিবৃতি জারি করে। সেখানে ইসরাইলের সঙ্গে সখ্য স্থাপনে নিষেধ করা হয়েছে।
আইইউএমএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যে ফিলিস্তিন ইস্যু শুধু মাত্র কোনও রাজনৈতিক ইস্যু নয়। এটির সঙ্গে মুসলিমদের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। আল আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান এবং এটি মুসলিমদের একটি পরিচিতির অংশ। এই ভাবে চুক্তির মাধ্যমে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে ফিলিস্তিনিদের জমি দখল করার আরও সুযোগ পেয়ে যাবে যায়নবাদী সরকার। শুধু তাই নয়, আল অকসাও যায়নবাদীদের হাতে চলে যাবে। এই ভাবে পুরো ফিলিস্তিনকে যায়নবাদীরা দখল করে নেবে। তাতে যায়নবাদী দখলদার শত্রুদের সমস্ত অবৈধ কার্যকলাপ বৈধতা পাবে। অন্য দিকে নিরীহ,নিরাপরাধ ফিলিস্তিরা অপরাধী হিসাবে স্বীকৃত হয়ে যাবে।
সুতরাং, তথাকথিত শান্তি, পুনর্মিলন বা স্বাভাবিককরণের চুক্তিগুলিকে এই ক্ষেত্রে ইসলাম শরিয়া অনুযায়ী বাতিল ও নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তারা। অন্যান্য মুসলিম দেশগুলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতো একটি বড় অপরাধ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন আলেমরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct